জয়রাম জয় গোবিন্দ
সংসার বিষয় বিষে দিবানিশি হিয়া জ্বলে, জুড়াইতে উপায় করিতে হয়। প্রাক্তন শক্তিতে লোকের অবস্থা ভাগ্যনুসারে ভোগ ভুগিতেছে। এই সংসারে নিত্য ভগবান ভিন্ন আর কেহই উদ্ধার করিতে পারে না। যাহা কিছু সুখ দুঃখ সকলি ভাগ্যনুসারে ঘটিয়া থাকে। তাহাতে বিচলন না হইয়া ধৈর্য ধারণ করিয়া সর্ব্বদা নাম করিতে হয়। যত(?) কিছু পরিজন সুখদুঃখদাতা সকলি ভাগ্য অনুসারে মিলন হয়।ইহা আবহমান (?) চলিয়া আসিতেছে। আপনি যদি ভাগ্য থাকে তবে স্বজনকেনপালন করিতে পারিবেন। ভাগ্য না থাকিলে কিছুই করিতে পারিবেন না।আপনি আপনার ভাগ্যকে মানিয়া চলিবেন।
বেদবানী তৃতীয় খন্ড ৭৬ নং পত্রাংশ
Reviewed by srisriramthakurfbpage
on
September 17, 2024
Rating:
No comments: